আলোর জগত ডেস্ক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এস্পার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। গতকাল সন্ধ্যায় ড. মার্ক টি এস্পার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ড. মার্ক টি এস্পার বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে।