বিনোদন ডেস্ক : এবার বলিউড অভিনেতা অর্জুন কাপুরের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। রবিবার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অর্জুন নিজেই।
তিনি লিখেছেন, ‘আপনাদের সকলকে এটি জানানো আমার দায়িত্ব যে, আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি ঠিক আছি এবং চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকছি। আপনাদের সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ জানাতে চাই।’
সবশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পানিপথ’-এ দেখা গেছে অর্জুন কাপুরকে। বর্তমানে বলিউডের এই অভিনেতার হাতে রয়েছে ‘ভূত পুলিশ’ ছবির কাজ।