আলোর জগত ডেস্ক: রাজধানীর সংসদ ভবন এলাকায় পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি চাপা দেওয়া ঘাতক গাড়িটিকে জব্দ করেছে পুলিশ। এ সময় ওই গাড়ির চালক নাঈমকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহীমপুর এলাকা থেকে গাড়িটিকে জব্দ করা হয়। শেরে-এ-বাংলা থানার অফিসার (ওসি) ইনচার্জ জানে আলম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট সকাল ৯টার দিকে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন রোডে সাইক্লিং করার সময় পেছন থেকে আসা একটি কালো রঙয়ের মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়েন পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩)। মাইক্রোবাসের ধাক্কায় রেশমার সাইকেলের পিছনের চাকা বেঁকে যায়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা রেশমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নিহত রেশমার বোনের স্বামী মনিরুজ্জামান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। রেশমা ছিলেন ধানমণ্ডির আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মিরপুর টোলারবাগে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি।