ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

সিনহা হত্যা: এপিবিএন’র ৩ সদস্য বরখাস্ত

আলোর জগত ডেস্ক:  অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র ৩ সদস্যকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি চাকরি-বিধি অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) সকালেই ইউনিট প্রধান হিসেবে তিনি ধৃত ৩ জন এপিবিএন সদস্যকে বরখাস্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। যাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তারা হলেন- ১৬ এপিবিএন এর সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও কনস্টেবল মো. আবদুল্লাহ।

বরখাস্ত হওয়া ৩ এপিবিএন সদস্য গত ৩১ জুলাই রাত্রে টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে নিহত মেজর (অবঃ) সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে  দায়িত্ব পালন করছিলেন।

গ্রেপ্তার করা এ তিন আসামিকে গত ১৭ আগস্ট প্রথমে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ১৮ আগস্ট তাদের গ্রেপ্তার দেখানো হয়। একইদিন তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে সিনহা হত্যায় তার বড় বোনের দায়েরকৃত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম আদালতে আবেদন করেন। টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্ রিমান্ড আবেদন শুনানি করে প্রত্যেকের ৭দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার ৩ জন জেলা কারাগারে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

সিনহা হত্যা: এপিবিএন’র ৩ সদস্য বরখাস্ত

আপডেট টাইম : ০৭:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

আলোর জগত ডেস্ক:  অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র ৩ সদস্যকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি চাকরি-বিধি অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) সকালেই ইউনিট প্রধান হিসেবে তিনি ধৃত ৩ জন এপিবিএন সদস্যকে বরখাস্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। যাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তারা হলেন- ১৬ এপিবিএন এর সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও কনস্টেবল মো. আবদুল্লাহ।

বরখাস্ত হওয়া ৩ এপিবিএন সদস্য গত ৩১ জুলাই রাত্রে টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে নিহত মেজর (অবঃ) সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে  দায়িত্ব পালন করছিলেন।

গ্রেপ্তার করা এ তিন আসামিকে গত ১৭ আগস্ট প্রথমে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ১৮ আগস্ট তাদের গ্রেপ্তার দেখানো হয়। একইদিন তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে সিনহা হত্যায় তার বড় বোনের দায়েরকৃত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম আদালতে আবেদন করেন। টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্ রিমান্ড আবেদন শুনানি করে প্রত্যেকের ৭দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার ৩ জন জেলা কারাগারে রয়েছেন।