বিনোদন ডেস্ক : দক্ষিনী সুপারস্টার রজনীকান্তকে পেছনে ফেলে এবার সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া নায়কের তালিকায় উঠে এলেন আরেক দক্ষিনী নায়ক প্রভাস। মূলত বাহুবলী ছবি পর থেকেই হুর হুর করে বেড়ে যায় প্রভাসের পরিশ্রমিক। এবার সেটা রজনীকান্তের পারিশ্রমিককেও টপকে গেলো।
সম্প্রতি দক্ষিণী সিনেমার পরিচালক নাগ অশ্বিনের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাস। ছবিটিতে তার নায়িকা হিসেবে থাকছেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন।
এই ছবিতেই প্রভাস পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০০ কোটি রুপি (পারিশ্রমিক৭০ কোটি রুপি।আর ডাবিং রাইটস ৩০ কোটি রুপি।)। দক্ষিণী নায়কদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক হাকানো নায়কদের মধ্যে রয়েছেন রজনীকান্ত। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরবার’ এ পারিশ্রমিক নিয়েছিলেন ৭০ কোটি রুপি। সেই হিসেবে রজনীকান্তকে টপকে গেলেন প্রভাস।
জানা গেছে, ‘বিজয়ন্তি মুভিজ’র ব্যানারে নাম ঠিক না হওয়া ছবিটি প্রযোজনা করবেন অশ্বিনি দত্ত, স্বপন দত্ত ও প্রিয়াঙ্কা দত্ত।