ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

গান্ধীজির সেই বিখ্যাত চশমা নিলামে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীর একজোড়া চশমা নিলামে উঠতে যাচ্ছে। গান্ধীজির চশমা হিসেবে বিখ্যাত গোল্ড প্লেটেড গোলগাল ফ্রেমের ওই চশমাটি সোমবার নিলামের ঘোষণা দেয় যুক্তরাজ্যের একটি নিলাম হাউস।

আগামী ২১ আগস্ট চশমাটির চূড়ান্ত নিলাম হবে। এরইমধ্যে অনলাইনে চশমাটির দাম উঠেছে ৬৫ হাজার ডলার। খবর আলজাজিরা ও নিউ স্ট্রেইটস টাইমসের

যুক্তরাজ্যের নিলাম হাউস ইস্ট ব্রিস্টল অকশন জানায়, চশমাটি তাদের হাতে আসার ঘটনা গল্পের মতো। হঠাৎ করেই গত শুক্রবার তাদের লেটারবক্সে একটি খামে মুড়ে ওই চশমা জোড়া রেখে যান কেউ একজন। সঙ্গে একটি ফোন নাম্বার। চশমাটির দুটি ডাণ্ডা গোল্ড প্লেটেড, কাচ দুটি সোনার পানিতে রঙ করা ও পাত দিয়ে জোড়া। লন্ডনে পড়াশুনা করার সময় চশমাটি বানিয়েছিলেন গান্ধী। এতোদিন পর ঘুরেফিরে লন্ডনে এসেই নিলামে উঠেছে চশমাটি। ইস্ট ব্রিস্টল অকশনের কর্মকর্তা অ্যান্ডি স্টো জানান, খামে লেখা ওই নাম্বারে ফোন দিয়ে জানা গেল, ইংল্যান্ডের এক বয়স্ক ব্যক্তির হেফাজতে ছিল চশমাটি।

ওই ব্যক্তির বাবাকে চশমাটি দিয়েছিলেন তার কাকা। তার বাবার ওই কাকা ১৯১০ থেকে ১৯৩০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে চাকরি করতেন। সেখানেই পরিচয়ের পর তাকে চশমাটি উপহার দিয়েছিলেন মোহন দাস করমচাঁদ গান্ধী।নিজের ব্যবহার করা এমন অনেক জিনিসই পরিচিত বন্ধু-বান্ধবকে উপহার দিতেন গান্ধী। মহাত্মা গান্ধী সে সময় দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে কাজ করতেন। ১৯১৫ সালে ভারতে ফিরে স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার আগপর্যন্ত আফ্রিকায় ছিলেন গান্ধীজি। স্টো জানান, মহাত্মা গান্ধীর এই চশমাটি পেয়ে তারা খুবই অবাক। চশমাটির ঐতিহাসিক মূল্য অপরিসীম। এমন জিনিসের নিলামের স্বপ্নই তো দেখে নিলাম হাউসগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

গান্ধীজির সেই বিখ্যাত চশমা নিলামে

আপডেট টাইম : ০৭:৩৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীর একজোড়া চশমা নিলামে উঠতে যাচ্ছে। গান্ধীজির চশমা হিসেবে বিখ্যাত গোল্ড প্লেটেড গোলগাল ফ্রেমের ওই চশমাটি সোমবার নিলামের ঘোষণা দেয় যুক্তরাজ্যের একটি নিলাম হাউস।

আগামী ২১ আগস্ট চশমাটির চূড়ান্ত নিলাম হবে। এরইমধ্যে অনলাইনে চশমাটির দাম উঠেছে ৬৫ হাজার ডলার। খবর আলজাজিরা ও নিউ স্ট্রেইটস টাইমসের

যুক্তরাজ্যের নিলাম হাউস ইস্ট ব্রিস্টল অকশন জানায়, চশমাটি তাদের হাতে আসার ঘটনা গল্পের মতো। হঠাৎ করেই গত শুক্রবার তাদের লেটারবক্সে একটি খামে মুড়ে ওই চশমা জোড়া রেখে যান কেউ একজন। সঙ্গে একটি ফোন নাম্বার। চশমাটির দুটি ডাণ্ডা গোল্ড প্লেটেড, কাচ দুটি সোনার পানিতে রঙ করা ও পাত দিয়ে জোড়া। লন্ডনে পড়াশুনা করার সময় চশমাটি বানিয়েছিলেন গান্ধী। এতোদিন পর ঘুরেফিরে লন্ডনে এসেই নিলামে উঠেছে চশমাটি। ইস্ট ব্রিস্টল অকশনের কর্মকর্তা অ্যান্ডি স্টো জানান, খামে লেখা ওই নাম্বারে ফোন দিয়ে জানা গেল, ইংল্যান্ডের এক বয়স্ক ব্যক্তির হেফাজতে ছিল চশমাটি।

ওই ব্যক্তির বাবাকে চশমাটি দিয়েছিলেন তার কাকা। তার বাবার ওই কাকা ১৯১০ থেকে ১৯৩০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে চাকরি করতেন। সেখানেই পরিচয়ের পর তাকে চশমাটি উপহার দিয়েছিলেন মোহন দাস করমচাঁদ গান্ধী।নিজের ব্যবহার করা এমন অনেক জিনিসই পরিচিত বন্ধু-বান্ধবকে উপহার দিতেন গান্ধী। মহাত্মা গান্ধী সে সময় দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে কাজ করতেন। ১৯১৫ সালে ভারতে ফিরে স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার আগপর্যন্ত আফ্রিকায় ছিলেন গান্ধীজি। স্টো জানান, মহাত্মা গান্ধীর এই চশমাটি পেয়ে তারা খুবই অবাক। চশমাটির ঐতিহাসিক মূল্য অপরিসীম। এমন জিনিসের নিলামের স্বপ্নই তো দেখে নিলাম হাউসগুলো।