রহিমা খাতুন (সুমি) নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়ন এর চরগোপালপুর, মাকড়াইল গ্রামাঞ্চল নদীতে বিলীন হয়ে গেছে আগেই।এবছর বাকি অংশ নদী গর্ভে বিলীন হতে শুরু হয়েছে। নদীর চরাঞ্চলের প্রায়। ১.৫ হাজার একর জমির ধান পাট সহ বিভিন্ন ফসল ডুবে গেছে।তাছাড়াও নদী গর্ভে বিলীন হতে যাচ্ছে। এই এলাকার সরকারি প্রাইমারি স্কুল ও মসজিদ।পাকা রাস্তা সহ ও লাহুড়িয়া, মানিকগঞ্জ, নোয়াগ্রাম, এর ফরিদপুর এর সাথে যোগাযাগ এর রাস্তা ও একমাত্র খেয়া ঘাট।
১৯৯৬ সাল এ যে ঘাটে ফেরি চালু ছিল। ১৯৯৮ সাল এ নদী ভাঙন এর কারনে বন্ধ হয়ে যায়।নদী পার্শ্ববর্তী বাড়িঘর সমূহ মানুষের অতি কষ্টের সাথে চোখের কান্না দিয়ে ঘরের চাল আসবার পত্র পুনর্বাসনের জন্য ভাঙার প্রস্তুতি নিচ্ছে তাছাড়া সম্প্রতি কিছুদিন আগে নতুন তারা বিদ্যুৎ সংযোগ পেয়েছে কিন্তুু বিদ্যুতের পিলার দুই তিনটা নদীগর্ভে এই দুই দিনে চলে গেছে।কিন্তু বিগত বছরগুলোর মতো এ বছরও কোনো সরকারি কর্মকর্তা তেমন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসে পরিদর্শন করেন নি।
অন্য বারের থেকে এই বছরে মধুমতি নদীর পাড়ের মানুষের আশার এবং সহযোগিতার পরিমাণ চাওয়াটা একটু বেশি।এ বছর তারা এমন একজন জনপ্রতিনিধিকে এই অঞ্চল থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তিনি হচ্ছেন দেশরত্ন শেখ হাসিনার হীরার টুকরা মাশরাফি বিন মুর্তজা। তাই তারা বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করতেছে আমাদের প্রিয় মাশরাফি ভাই এম পি, হস্তক্ষেপের জন্য।এলাকা বাসী আশাবাদী মাশরাফির এম.পি,হাত ধরেই নড়াইলের প্রত্যেকটি আঙিনায় পৌঁছাবে তার সেবা এবং তার সুফল ভোগ করবে সাধারন জনগন।