আন্তর্জাতিক ডেস্ক: আবারও কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর। সিএনএন ব্রাজিলের প্রতিবেদককে তিনি ই এ তথ্য জানিয়েছেন। দুই সপ্তাহ আগে বোলসোনারোর করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যেই গত সপ্তাহে তিনি সমর্থকদের সামনে হাজির হয়েছিলেন।
গতকাল বুধবার সিএনএন ব্রাজিলের প্রতিবেদককে টেলিফোনে বোলসোনারো জানিয়েছেন, প্রথমবার করোনা শনাক্তের পর ৭ জুলাই থেকে তিনি প্রেসিডেন্টের বাসভবনে সেমি আইসোলেশনে থেকে কাজ করে যাচ্ছেন। তার হালকা জ্বর ছিল। তবে করোনার গুরুতর কোনো লক্ষণ তার মধ্যে নেই।
বোলসোনারো অবশ্য জানিয়েছিলেন, করোনায় চিকিৎসায় তিনি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন। করোনার বিরুদ্ধে এই ওষুধটির কার্যকারিতা নিয়ে বিতর্ক থাকলেও প্রেসিডেন্ট দাবি করেছেন, তার বিশ্বাস এটিই তাকে রোগমুক্তিতে সাহায্য করবে।
গত মঙ্গলবার এক সমাবেশে প্রেসিডেন্ট জানিয়েছেন, করোনায় সংক্রমণের পর তিনি তৃতীয় দফায় পরীক্ষা করিয়েছেন। এর ফল এখনও হাতে আসেনি। তবে রিপোর্ট নেগেটিভ আসবে বলে তিনি আশাবাদী।