আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা শরীরে করোনাভাইরাস প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তে শ্বেতকণিকা তৈরিতে সহায়তা করে, যা করোনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।
সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি এই টিকা মানবদেহে প্রয়োগের ফল সম্পর্কে আগাম প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানানো হয়। এক হাজার ৭৭ জনের ওপর এ পরীক্ষায় চালানো হয়।
এ খবরের ২৪ ঘণ্টার মধ্যে ভারতে পুণের সেরাম ইনস্টিটিউট ঘোষণা করল, ভারত সরকার অনুমতি দিলে দেশটিতে শিগগিরই শুরু হবে এই টিকার হিউম্যান ট্রায়াল। একই সঙ্গে লাইসেন্স পেলে ভারতেই বিপুল পরিমানে এই টিকা তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভির।
সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা মঙ্গলবার বলেন, ‘এক সপ্তাহের মধ্যেই আমরা লাইসেন্সের জন্য আবেদন করব। যখনই আমাদের অনুমতি দেওয়া হবে, তখনই আমরা ট্রায়াল শুরু করে দেব। এক্ষেত্রে, আগস্টেই এ ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে যেতে পারে। সেই সঙ্গে আমরা ভারতে বিপুল পরিমাণে প্রতিষেধক উৎপাদনও শুরু করব।’
অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করে ভারতে অক্সফোর্ডের ফর্মুলায় ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। শুরু থেকেই এই টিকা নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি। বর্তমানে যুক্তরাজ্যসহ ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের এ টিকার ট্রায়াল চলছে।