আলোর জগত ডেস্ক: মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে আগামী ১ আগস্ট শনিবার। দেশের আকাশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪১ হিজরির জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে বলে সিদ্ধান্ত হয়। জিলহজ মাস শুরু হবে বৃহস্পতিবার। সে হিসেবে আগামী ১ আগস্ট জিলহজের ১০ তারিখ, যেদিন পালিত হয় পবিত্র ঈদুল আজহা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
সভা শেষে সচিব জানান, এদিন দেশের কোথাও জিলহজ্ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকে জিলহজ্ মাস গণনা শুরু হবে। দেশে ঈদুল আজহা পালিত হবে ১ আগস্ট।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদল উপস্থিত ছিল।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার জিলহজ্ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ৩১ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদ্যাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ওই ঘোষণায় বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার সেখানে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় বুধবার থেকে মধ্যপ্রাচ্যে জিলহজ্ মাস শুরু হবে। একই হিসেবে জিলহজ্ মাসের ৯ তারিখে অর্থাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত এবং ১০ জিলহজ্ অর্থাৎ ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে মধ্যপ্রাচ্যে। হজ যাত্রীদের জন্য জিলহজ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। করোনা মহামারির কারণে এবার হজের আনুষ্ঠানিকতা এবার পালন হবে সীমিত পরিসরে।