আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৯১ হাজার অতিক্রম করেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার আটশ’র বেশি।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে এই পর্যন্ত ৮০ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।
আক্রান্তের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ১৬ হাজার ৭৪৭। মৃত্যু হয়েছে ১ লাখ ৪০০ হাজারের বেশি মানুষের। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ২০ লাখের কাছাকাছি। দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ৯০৯ জন। মারা গেছে প্রায় সাড়ে ৭৫ হাজার মানুষ।
এদিকে তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭০ হাজার ১৬৯। এই পর্যন্ত ২৪ হাজার ৯২৯ জনের মৃত্যু হয়েছে। ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন আক্রান্ত নিয়ে তালিকার ১৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। মোট মৃতের সংখ্যা ২ হাজার ৪৫৭ জন।