আলোর জগত ডেস্ক: মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শাহজাহান সিরাজের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি এক শোক বার্তায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শাহজাহান সিরাজের অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা বলেন।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী টেলিফোনে শাহজাহান সিরাজের সহধর্মিনী রাবেয়া সিরাজ এবং কন্যার সঙ্গে কথা বলেন এবং তাঁদেরকে সান্তনা দেন।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ক্যান্সারে ভূগছিলেন।