ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫

দক্ষিণ আফ্রিকায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কার চেয়েও করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকায়। প্রতিনিয়ত দেশটিতে ফুঁসে উঠছে ভাইরাসটি। গত একদিনে সেখানে ১৪ হাজার মানুষ করোনার শিকার হয়েছেন। এমন অবস্থায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। বিনামূল্যে চিকিৎসার পরও থামছে না মৃত্যু মিছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ৩৩৯ জন মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ৬৭৪ জন। একই সময়ে প্রাণ গেছে ১১৮ জনের। এ নিয়ে আফ্রিকার দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে।

কার্যকরি কোন ভ্যাকসিন কিংবা টিকা না থাকায় দেশিয় চিকিৎসায় আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বর্তমানে একটিভ রোগীর সংখ্যা ১ লাখ ২১ হাজার ৫৫৮ জন।

দেশটিতে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় প্রতিনিয়ত যোগ হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। যেখানে এখন পর্যন্ত হাজারের বেশি বাংলাদেশি করোনার শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।

দেশটিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বেশি বেশি নমুনা পরীক্ষায় জোর দেয়া হচ্ছে। কোন ফি ছাড়াই বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন কমিউনিটি নেতারা।

দুই দিন আগে বাংলাদেশ কমিউনিটি অব কেপটাউনের সেক্রেটারি সালাউদ্দিন খান সুজন জানান, করোনার কারণে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। অনেকেই হাসপাতালে ভর্তি, মারাও গেছেন অনেকে। তবে, তাদের মরদেহ আমরা দেখতে পারছি না। এমনকি মরদেহগুলো দেশেও পাঠানো হচ্ছে না। তাই, সবার উচিত সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

দক্ষিণ আফ্রিকায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আপডেট টাইম : ০৮:৫০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কার চেয়েও করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকায়। প্রতিনিয়ত দেশটিতে ফুঁসে উঠছে ভাইরাসটি। গত একদিনে সেখানে ১৪ হাজার মানুষ করোনার শিকার হয়েছেন। এমন অবস্থায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। বিনামূল্যে চিকিৎসার পরও থামছে না মৃত্যু মিছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার ৩৩৯ জন মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ৬৭৪ জন। একই সময়ে প্রাণ গেছে ১১৮ জনের। এ নিয়ে আফ্রিকার দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে।

কার্যকরি কোন ভ্যাকসিন কিংবা টিকা না থাকায় দেশিয় চিকিৎসায় আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বর্তমানে একটিভ রোগীর সংখ্যা ১ লাখ ২১ হাজার ৫৫৮ জন।

দেশটিতে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় প্রতিনিয়ত যোগ হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। যেখানে এখন পর্যন্ত হাজারের বেশি বাংলাদেশি করোনার শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।

দেশটিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বেশি বেশি নমুনা পরীক্ষায় জোর দেয়া হচ্ছে। কোন ফি ছাড়াই বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন কমিউনিটি নেতারা।

দুই দিন আগে বাংলাদেশ কমিউনিটি অব কেপটাউনের সেক্রেটারি সালাউদ্দিন খান সুজন জানান, করোনার কারণে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। অনেকেই হাসপাতালে ভর্তি, মারাও গেছেন অনেকে। তবে, তাদের মরদেহ আমরা দেখতে পারছি না। এমনকি মরদেহগুলো দেশেও পাঠানো হচ্ছে না। তাই, সবার উচিত সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলা।