বিনোদন ডেস্ক: ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেই বিপুল পরিমাণের অর্থ আয় করেন হলিউড তারকারা। মূলত সোশ্যাল মিডিয়ায় তারকাদের প্রভাবের ওপর ভিত্তি করে ব্র্যান্ড ও মার্কেটিং কোম্পানিগুলো বিজ্ঞাপন দেয় তাদের। তবে বরাবরই পারিশ্রমিকের বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। এ কারণে সঠিক পারিশ্রমিক প্রায় সময়ই জানা যায় না। এমনকি কোন পোস্ট মার্কেটিংয়ের অংশ তাও আড়াল করার চেষ্টা করা হয়।
আয়ের তালিকায় শীর্ষে আছেন ‘দ্য রক’খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন। তার ফলোয়ার ১৮.৭ কোটি। রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া এই তারকা প্রতি পোস্ট বাবদ এক মিলিয়ন ডলারের বেশি আয় করেন। তার পরই আছেন মেকআপ উদ্যোক্তা কাইলি জেনার। তার ফলোয়ার ১৮.২ কোটি। তিনি আয় করেন ৯ লাখ ৮৬ হাজার ডলার। ক্রিস্টিয়ানো রোনালদোর ফলোয়ার সাড়ে ২২ কোটি, তার আয় ৮ লাখ ৮৯ হাজার ডলার। কিম কার্দাশিয়ান ১৭.৬ কোটি ফলোয়ার, তিনি নেন ৮ লাখ ৫৮ লাখ ডলার। পপস্টার আরিয়ানা গ্র্যান্ডের ভক্ত ১৯.১ কোটি, তার আয় ৮ লাখ ৫৩ হাজার ডলার।
১৮ কোটি ফলোয়ার আছে গায়িকা সেলেনা গোমেজের, তিনি নেন ৮ লাখ ৪৮ হাজার ডলার। পপস্টার বিয়ন্সের অনুসরণকারী ১৪.৯ কোটি, আয় ৭ লাখ ৭০ হাজার ডলার। ১৩.৯ কোটি ফলোয়ার পপস্টার জাস্টিন বিবারের, তিনি নেন ৭ লাখ ৪৭ হাজার ডলার। ফুটবলার নেইমারের ভক্ত ১৩.৯ কোটি, তিনি আয় করেন ৭ লাখ ৪ হাজার ডলার।