আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে কলকাতায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। এ নিয়ে পুরো ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল আটজনে।
এনডিটিভির খবরে বলা হয়, সোমবার তিনি একটি হাসপাতালে মারা যান। মারা যাওয়া ব্যক্তির কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল না।
দমদমের বাসিন্দা ওই ব্যক্তির বাড়ি বিমানবন্দরের কাছাকাছি। গত ১৬ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার জ্বর ও শুকনো কাশি হচ্ছিল। ১৯ মার্চ থেকে তার অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্টের কারণে তাকে ভেন্টিলেশনে দেওয়া
২১ মার্চ তার নমুনা পরীক্ষার ফল এলে জানা যায়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে রাজ্যে সমস্ত বিমান ওঠানাম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।
এদিকে করোনা পরিস্থিতির মোকাবিলায় ভারতে লকডাউন চলছে। মোট ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পূর্ণ লকডাউনে রয়েছে। বন্ধ রয়েছে রেল চলাচল।
এরই মধ্যে জানানো হয়েছে, বুধবার থেকে অভ্যন্তরীণ সমস্ত বিমান চলাচল বন্ধ করা হয়েছে।