আলোর জগত ডেস্কঃ দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজন বেড়ে মোট ১৭ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্ত হওয়া তিনজনই একই পরিবারের সদস্য, যাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। তাদের পরিবারের একজন ইতালি ফেরত। বৃহস্পতিবার দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
আইইডিসিআরের পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাসকে আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের পিপি সরবরাহ করা হচ্ছে। আরো এক লাখ নতুন কিট ও অন্যান্য চিকিৎসা সামগ্রী আনা হচ্ছে।
সংবাদ সম্মেলনে দেশের নাগরিকদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বিদেশ ফেরতদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।