আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা ১ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে। গত একদিনে দেশটিতে মারা গেছেন ১৮৯ জন। নতুন করে আক্রান্ত ২ হাজার ৬৫১ জন।
দেশটির রাজধানী রোমেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। চরম আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। পরিস্থিতি মোকাবিলায় চীন থেকে নেয়া হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই।
আগামী ২৫ মার্চ পর্যন্ত দুই সপ্তাহের জন্য অফিস, আদালতসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে ফার্মেসি, খাবার সরবরাহ, ব্যাংক, পোস্ট অফিস, সংবাদপত্র বিক্রয়, পেট্রোল পাম্প ইত্যাদি সেবা এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৩৪ হাজার ৭৬৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৯৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৩৮৫ জন। চীনে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে ৮০ হাজার ৮১৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ১৭৭ জন।
বিশ্বব্যাপী করোনার চলমান প্রকোপের মুখে একে বৈশ্বিক মহামারি ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সব দেশকে যতোভাবে সম্ভব এ ভাইরাসকে প্রতিহত করতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, বিশ্ব আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও।