আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ওমরা করার জন্য যেসব বাংলাদেশি অর্থ জমা দিয়েছেন, তারা তা ফেরত পাবেন। শুক্রবার ঢাকার সৌদি দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভিসাসহ অন্যান্য ফি বাবদ দেয়া অর্থ ফেরত চেয়ে আবেদন করার জন্য একটি অনলাইন প্রক্রিয়া চালু করা হয়েছে। যারা অর্থ ফেরত নিবেন তারা তাদের নিজ দেশের এজেন্টের মাধ্যমে আবেদন করলে সেই অর্থ ফেরত পাবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সৌদি আরব ওমরা হজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে বাংলাদেশের প্রায় ১০ হাজার ওমরাযাত্রী সৌদি আরব যেতে পারছেন না। এসব যাত্রী ওমরার খরচও পরিশোধ করে দিয়েছেন। তবে যাবতীয় অর্থ জমা দেওয়ার পর সৌদি যেতে না পারার কারণে তারা অর্থ ফেরত পাচ্ছিলেন না। তারই পরিপ্রেক্ষিতে সৌদি সরকার এই উদ্যোগ নিলো। এর ফলে এজেন্সির মাধ্যমে ওমরা যাত্রীরা অর্থ ফেরত পাবেন।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরাহ ও পর্যটন ভিসার যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয়।