আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসীদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন।আজ শুক্রবার দেশটির কর্তৃপক্ষের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আরো পড়ুন: ঢাকায় হুজির ৬ সদস্য গ্রেপ্তার
খবরে বলা হয়, নিহতদের মধ্যে সাতজন মিলিটারি পুলিশ ও সাতজন ন্যাশনাল গার্ডের সদস্য রয়েছেন।বুধবার রাতে নাইজারের সানাম গ্রামের নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নিরাপত্তা বাহিনীর দলটি। তাদের কনভয়টি যাওয়ার সময় তাদের ওপর অ্যামবুশ করে সন্ত্রাসীরা।
এর আগে গত ১০ ডিসেম্বর দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত ৭১ সেনাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।