আলোর জগত ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ( বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ শুক্রবার ভোরে ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সুমন (২৫)। তিনি উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নান ছেলে।
আরো পড়ুন: তিনটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
বিজিবি উপ-অধিনায়ক কামরুল হাসান জানান, আজ ভোরে সুমন ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইটে এলাকায় গরু আনতে গেলে বিএসএফের গুলিতে নিহত হন। তিনি এক গরু চোরাকারবারী। তার লাশ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।
কামরুল হাসান আরও জানান, লাশটি উদ্ধারের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।