আলোর জগত ডেস্কঃ অপরাধ যে করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী দলেও হলে ছাড় দিচ্ছে না আওয়ামী লীগ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত সংবধনায় তিনি একথা বলেন।
আরো পড়ুন: বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
চলমান দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এরইমধ্যে দুর্নীতি, মাদকের বিরুদ্ধে একটা অভিযানও আমরা করেছি। দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। খুব ভালো ফল আমরা পাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আইন তার আপন গতিতে চলবে। আপনারা দেখেছেন যে সেটা কিন্তু চলছে। আমার দলের কেউও যদি কোনো অপরাধ করে সঙ্গে সঙ্গেই শাস্তি পায়। কারণ অপরাধী অপরাধীই। আমি অপরাধীকে অপরাধীর চোখেই দেখব এবং সেটাই আমরা কিন্তু দেখছি।
প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি যে পরকে শিক্ষা দিতে হলে আগে নিজের ঘর থেকে শুরু করা উচিত। আমি কিন্তু এখন তাই করছি। দূর্নীতির বিরুদ্ধে অভিযান। সেটাই আমি করে যাচ্ছি।
গুজব ছড়ানো অপরাধীদেরও ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
এসময় তিনি প্রবাসীদের কল্যাণে নেওয়া সরকারে বিভিন্ন সুযোগ সুবিধা এবং বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন।
প্রবাসীদের বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় সেভাবে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সম্মানটা যেন থাকে।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (আজারবাইজানে দায়িত্বপ্রাপ্ত) এম আল্লামা সিদ্দিকী।