আলোর জগত ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহা. শফিকুল ইসলাম। বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি।
আরো পড়ুন : আফিফকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
জানা গেছে, গতকাল শুক্রবার ৩৪তম কমিশনার হিসেবে মোহা. শফিকুল ইসলাম দায়িত্ব নেন। এর আগে গত ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহা. শফিকুল ইসলামকে।
এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, ১৯৮৯ সালে তিনি অষ্টম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।