গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠক শেষে তিনি বলেন, রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা অবৈধ। তবে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতা থাকবেন। এ সময় সবাইকে গঠনতন্ত্র মেনে চলার আহ্বান জানান আরেক প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু। যারা দলের গঠনতন্ত্র অমান্য করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
তবে প্রেসিডিয়ামের এই বৈঠকে রওশনপন্থি নেতারা উপস্থিত ছিলেন না।