আলোর জগত রির্পোট : এরশাদের মৃত্যুর পর একের পর এক ঝামেলায় জাতীয় পার্টির নেতা কর্মীরা। যার মূল বিষয়বস্তু কে হবেন জাপার চেয়ারম্যান। রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছে দলের একাংশের নেতাকর্মীরা। এছাড়া জিএম কাদেরকে কো- চেয়ারম্যান পদ গ্রহণ করে চেয়ারম্যান পদ ছাড়ার আহ্বান করেছে পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
আরো পড়ুন : সমুদ্রের পরিবেশ বিঘ্নিত না করতে প্রধানমন্ত্রীর আহ্বান
আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন রওশন এরশাদ। পরে সংবাদ সম্মেলনে দলের একাংশের নেতারা রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রওশন এরশাদ ছাড়াও পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি, আবদুস সবুর আসুদ, গোলাম কিবরিয়া টিপু এমপি ও সোহলে রানা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।