আলোর জগত ডেস্ক : গাজীপুরের উলুখোলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সিআইডি ইন্সপেক্টর মোশাররফ হোসেন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ এ যাওয়ার পথে ঢাকা বাইপাস সড়কের উলুখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন : আশুলিয়ায় সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মোশাররফ হোসেন গাজীপুর সিআইডিতে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মোশাররফ হোসেনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।