আলোর জগত ডেস্ক : কক্সবাজারের মহেশখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল কাদের রানা (৩৪)। নিহত নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে।আজ সোমবার ভোরে র্যাব-৭ এর টহল দলের সঙ্গে এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরো পড়ুন : কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার সড়কে ঝরলো ৩ প্রাণ
এ সম্পর্কে র্যাব-৭ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন,সোমবার সকালে কক্সবাজারের মহেশখালী থানার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় র্যাব-৭ এর টহল দলের সঙ্গে দস্যুদের গুলি ও পাল্টা গুলি শুরু হয়। র্যাব পরে ঘটনাস্থল থেকে দস্যু নুরুল কাদের রানার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এসময়একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওই র্যাব কর্মকর্তা আরো জানান, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে যে ডাকাতি হয়েছিল, তার সঙ্গে রানা জড়িত ছিলেন।