ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

জুলিয়ান ক্যালেফাটো টাইগারদের নতুন ফিজিও

স্পোর্টস ডেস্ক :  জুলিয়ান ক্যালেফাটো বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ফিজিও। আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরের ৫ তারিখে শুরু হতে যাওয়া টেস্টের আগেই টাইগারদের সঙ্গে যোগ দেবেন ৪০ বছর বয়সী এ সাউথ আফ্রিকান। গতকাল মঙ্গলবার রাত ১০টায় এক বিজ্ঞপ্তিতে ফিজিও হিসেবে জুলিয়ানের নাম ঘোষণা করে বিসিবি।

আরো পড়ুন :  দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে তিন বাইকের ধাক্কায় নিহত ৩

নতুন ফিজিওর সঙ্গে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। বিশ্বকাপের পর থিহান চন্দ্রমোহনের সঙ্গে চুক্তি বাড়ায়নি বোর্ড। তার জায়গায় ক্যালেফাটোকে আনছে টাইগার ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বিশ্বকাপের পর আগের ফিজিও লঙ্কান থিহান চন্দ্রমোহনের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। তাকে ছুটি দিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড।

 

এর আগে কাজ করেছেন গ্লস্টাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে যুক্ত ছিলেন ডার্বিশায়ার কাউন্টি, ওয়েস্টার্ন প্রভিন্স কেপ কোবরাস ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও। ক্রিকেটের বাইরে স্প্রিংবক রাগবি ইউনিয়ন, দক্ষিণ আফ্রিকার স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট, ভলভো ওসেন রেস, লাফবরো ইউনিভার্সিটি ও সুইজারল্যান্ডের অভিজাত আইস হকিতে কাজ করার অভিজ্ঞতাও আছে ৪০ বছর বয়সী জুলিয়ানের।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

জুলিয়ান ক্যালেফাটো টাইগারদের নতুন ফিজিও

আপডেট টাইম : ০২:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯

স্পোর্টস ডেস্ক :  জুলিয়ান ক্যালেফাটো বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ফিজিও। আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরের ৫ তারিখে শুরু হতে যাওয়া টেস্টের আগেই টাইগারদের সঙ্গে যোগ দেবেন ৪০ বছর বয়সী এ সাউথ আফ্রিকান। গতকাল মঙ্গলবার রাত ১০টায় এক বিজ্ঞপ্তিতে ফিজিও হিসেবে জুলিয়ানের নাম ঘোষণা করে বিসিবি।

আরো পড়ুন :  দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে তিন বাইকের ধাক্কায় নিহত ৩

নতুন ফিজিওর সঙ্গে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। বিশ্বকাপের পর থিহান চন্দ্রমোহনের সঙ্গে চুক্তি বাড়ায়নি বোর্ড। তার জায়গায় ক্যালেফাটোকে আনছে টাইগার ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বিশ্বকাপের পর আগের ফিজিও লঙ্কান থিহান চন্দ্রমোহনের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। তাকে ছুটি দিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড।

 

এর আগে কাজ করেছেন গ্লস্টাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে যুক্ত ছিলেন ডার্বিশায়ার কাউন্টি, ওয়েস্টার্ন প্রভিন্স কেপ কোবরাস ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও। ক্রিকেটের বাইরে স্প্রিংবক রাগবি ইউনিয়ন, দক্ষিণ আফ্রিকার স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট, ভলভো ওসেন রেস, লাফবরো ইউনিভার্সিটি ও সুইজারল্যান্ডের অভিজাত আইস হকিতে কাজ করার অভিজ্ঞতাও আছে ৪০ বছর বয়সী জুলিয়ানের।