আলোর জগত ডেস্ক : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এবারের বন্যায় সারাদেশে প্রায় ২০০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। কৃষকের এই ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে মন্ত্রণালয়ে। ইতিমধ্যে ১২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে। আজ রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী।
আরো পড়ুন : দুর্দান্ত জয়ে শুরু রিয়াল মাদ্রিদের মৌসুম
কৃষিমন্ত্রী জানান, এবারের বন্যায় বীজতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হবে বলেও জানান।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।