আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে নগরীর পশ্চিমে শিয়া মুসলমান অধ্যুষিত এলাকায় একটি কমিউনিটি হলে ওই হামলা হয়। হামলায় আহত হয়েছেন ১৮০ জন। হামলার কয়েক ঘণ্টা পর সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলা ও হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কমিউনিটি হলের চারপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে।
আরো পড়ুন : পশুর চামড়ার অস্বাভাবিক দরপতনে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
বিয়ের অনুষ্ঠানে আসা মোহাম্মদ ফারহাজ নামের এক অতিথি বলেন, কমিউনিটি হলে তিনি নারী অতিথিদের বসার জায়গায় ছিলেন। ওই সময় হঠাৎ করেই পুরুষ অতিথিদের বসার স্থানে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়।
লোকজন চিৎকার করে ছোটাছুটি করতে থাকে। বিস্ফোরণের ২০ মিনিট পরও পুরো হল ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল। ওই সময় পুরুষদের বসার স্থানে যারা ছিলেন তাদের সবাই নিহত কিংবা আহত হয়েছেন। জঙ্গীগোষ্ঠী তালেবান এ হামলার দায় অস্বীকার করেছে এবং হামরার নিন্দা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।