আলোর জগত ডেস্ক : ঈদ করতে অনেকেই গ্রামের বাড়ি গেছেন। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরতে শুরু করেছে। ঢাকায় ফিরেই অনেকে আছেন ডেঙ্গু আতঙ্কে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তার রোধে ঢাকায় ফিরে আসা নাগরিকদের বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরো পড়ুন : সমুদ্রে লঘুচাপ, বন্দরসমূহে তিন সতর্ক সংকেত
ঈদের পরদিন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর ৪৪ হাজার ৪৭১ জন হাসপাতালে গেছেন। এর মধ্যে চলতি অগাস্ট মাসের প্রথম ১২ দিনেই ২৬ হাজার ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এখন গ্রাম থেকে বাড়ি ফিরে তাদের কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, সেই পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
যাদের বাড়িতে মশা মারার স্প্রে আছে-
#একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরের প্রধান দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় ঘরের আনাচে কানাচে, পর্দার পিছনে, খাটের নিচে স্প্রে করবেন।
#কোনোভাবেই শিশু, বয়স্ক ব্যক্তি বা গর্ভবতী নারী প্রথমে ঘরে ঢুকবেন না।
#মশা মারার ওষুধ স্প্রে করার পর প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষা করবেন।
#আধা ঘণ্টা পর আবার ঘরে ঢুকে সব দরজা জানালা খুলে দেবেন।
#কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দেবেন।
যাদের বাড়িতে মশা মারারা স্প্রে নেই-
#সবাই একসঙ্গে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরে ঢুকে সব দরজা জানালা খুলে দেবেন।
#ফ্যানগুলো ছেড়ে দেবেন।
#কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দেবেন।
#এই কাজগুলো শেষ করার পর পরিবারের অন্য সদস্যরা ঘরে প্রবেশ করবেন।
এর আগে ঈদের ছুটিতে মানুষ গ্রামের বাড়ি গেলে ঢাকায় তাদের ফাঁকা বাসায় যাতে মশা নির্বিঘ্নে বংশবিস্তার করতে না পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছিল।