ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

জ্বর থাকলে পরীক্ষা করে ঈদে বাড়ি যাওয়ার অনুরোধ সেতুমন্ত্রীর

ফাইল ছবি

আলোর জগত ডেস্কঃ   কারও জ্বর থাকলে পরীক্ষা করে ঈদে বাড়ি যাওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরো পড়ুন :  এখন থেকে জরিমানা আদায়ে চালক-গাড়ির কাগজ জব্দ করা হবে না

আজ রবিবার রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এমন কোনো বক্তব্যে দেবেন না, যে বক্তব্যের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। আপনারা কোনো বক্তব্য দিতে চাইলে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। আপনাদের বক্তব্য নিয়ে যেন সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি না হয়। মনে রাখতে হবে ডেঙ্গু মোকাবিলা করার জন্য জনসাধারণ আমাদের সাথে আছে।

দেশকে ডেঙ্গু মুক্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ডেঙ্গু বিরোধী অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

ডেঙ্গু মোকাবিলা করতে প্রতিটি ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। সে জন্য প্রতিটি মানুষের আন্তরিকতা ও সহযোগিতা দরকার উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, একটা মহল ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। যাতে ঈদের সময় মানুষ বাড়ি-ঘরে না যায় এ জন্য তারা আতঙ্ক ছড়াচ্ছে। মানুষ কেন বাড়ি-ঘরে যাবে না! সবার ইচ্ছা আছে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উৎযাপন করার। সবাই যাবেন তবে সর্তক থাকবেন। এটাই হলো আমাদের অনুরোধ, সর্তক থাকবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

জ্বর থাকলে পরীক্ষা করে ঈদে বাড়ি যাওয়ার অনুরোধ সেতুমন্ত্রীর

আপডেট টাইম : ০৬:৩৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯

আলোর জগত ডেস্কঃ   কারও জ্বর থাকলে পরীক্ষা করে ঈদে বাড়ি যাওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরো পড়ুন :  এখন থেকে জরিমানা আদায়ে চালক-গাড়ির কাগজ জব্দ করা হবে না

আজ রবিবার রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এমন কোনো বক্তব্যে দেবেন না, যে বক্তব্যের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। আপনারা কোনো বক্তব্য দিতে চাইলে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। আপনাদের বক্তব্য নিয়ে যেন সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি না হয়। মনে রাখতে হবে ডেঙ্গু মোকাবিলা করার জন্য জনসাধারণ আমাদের সাথে আছে।

দেশকে ডেঙ্গু মুক্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ডেঙ্গু বিরোধী অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

ডেঙ্গু মোকাবিলা করতে প্রতিটি ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। সে জন্য প্রতিটি মানুষের আন্তরিকতা ও সহযোগিতা দরকার উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, একটা মহল ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। যাতে ঈদের সময় মানুষ বাড়ি-ঘরে না যায় এ জন্য তারা আতঙ্ক ছড়াচ্ছে। মানুষ কেন বাড়ি-ঘরে যাবে না! সবার ইচ্ছা আছে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উৎযাপন করার। সবাই যাবেন তবে সর্তক থাকবেন। এটাই হলো আমাদের অনুরোধ, সর্তক থাকবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।