আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে তিনটি ফেরি ডুবে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৬ জন। রোববার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
আরো পড়ুন : ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা : নিহত ১০
আঞ্চলিক পুলিশের মুখপাত্র জোয়েম জেইভার জানিয়েছেন, শনিবার গুইমারাস ও ইলোইলো প্রদেশে দমকা বাতাস ও প্রবল ঢেউয়ের কারণে তিনটি ফেরি ডুবে যায়। নিহতদের প্রায় সবাই দুটি ফেরির যাত্রী। উদ্ধারকারীরা ৫৫ জন যাত্রী ও ক্রুকে উদ্ধার করেছে। তৃতীয় ফেরিটিতে কোনো যাত্রী ছিল না। তবে এর চার জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিস্মিত যে, বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দুটি ফেরি ডুবে যাওয়ার ৩ ঘন্টা পর কেন তৃতীয় ফেরিটি ছাড়ার অনুমতি দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় টাইফুন ও ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। প্রতি বছর দেশটিতে প্রায় ২০টি টাইফুন ও ঝড় আঘাত হানে।