আলোর জগত ডেস্ক : পদ্মাসেতুতে মানুষের কাটামাথা প্রয়োজন ও ছেলেধরার বিষয়ে গুজব ছড়ানোয় গত ১৬ দিনে ১০টি নিউজ পোর্টাল, ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ২৫টি ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগ। এই সমস্ত ফেসবুক লিংক ও ইউটিউব লিংক এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল। বিষয়টি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আরো পড়ুন : লন্ডনে প্রধানমন্ত্রীর চোখে সফল অস্ত্রোপচার
তিনি জানান, গুজব প্রতিরোধে ইতিমধ্যে মাঠ পর্যায়ে সব ইউনিট, সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এপর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব। যারা নিহত হয়েছে কেউই ছেলেধরা ছিলো না।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম বলেন, পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজবের পর ৯ জুলাই থেকে কাজ করছিলো পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। গুজব ছড়ানোর জন্য দায়ী অসংখ্য আইডি লিঙ্ক আমরা খুঁজে পাই। দেশ-বিদেশের বিভিন্ন জায়গাতে বসে এসব আইডি ব্যবহার করা হচ্ছিল।