আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার বন্দর নগরী কিসমায়োয় একটি হোটেলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার এ হামলা চালানো হয়। এ হামলায় সাংবাদিকসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। দেশটির পুলিশ কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
আরো পড়ুন : নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ শুটার মানিক নিহত
পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন মাহাদ আব্দি জানিয়েছেন, বন্দুকধারীরা রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে কিসমায়ো শহরে ব্যাপক নিরাপত্তাবেষ্টিত আসাসে হোটেলে হামলা চালায়। এই হামলার আগে হোটেলের প্রবেশমুখে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি জানান, নিহতদের মধ্যে সোমালি-কানাডিয়ান সাংবাদিক ও ইউটিউব স্টার হোডন নালাইয়েহ-ও রয়েছেন। হামলায় নালাইয়েহ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। ওই হামলায় নালাইয়েহ-র স্বামীও নিহত হয়েছেন।
এদিকে, জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
আল-শাবাবের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাদেশিক মন্ত্রী, আঞ্চলিক ও কেন্দ্রীয় আইনপ্রণেতা এবং হোটেলে থাকা প্রার্থীরা এই হামলার লক্ষ্যবস্তু ছিল।