আলোর জগত ডেস্কঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী বাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ও আহত হয়েছেন আরো ৭ যাত্রী। আজ বুধবার সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়ামারী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ওয়াবদা বাজার এলাকার বিষনাথ রায়ের ছেলে নান্দু চন্দ্র রায় (৫৫) ও একই গ্রামের নূর উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রবিউল ইসলাম (৪২)।
আরো পড়ুন : রেল ও সেতু নিয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা
আরো পড়ুন : এইচএসসির ফল প্রকাশ জুলাইয়ের শেষ সপ্তাহে
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পরীক্ষায় অংশ নিতে অভিভাবকসহ কালীগঞ্জের ওয়াবদা বাজার এলাকার ৮ জন একটি অটোরিকশা রিজার্ভ নিয়ে লালমনিরহাট পুলিশ লাইনে যাচ্ছিলেন। পথে পলাশী বাজারে পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক রবিউল ও যাত্রী নান্দু চন্দ্র নিহত হন। এসময় আহত হন অটোরিকশার সাত যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে আদিতমারী ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি সাইফুল ইসলাম।