আলোর জগত ডেস্কঃ বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনের ১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে সোমবার রাত সাড়ে আটটার সময় সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন : সাকিবের নৈপুণ্যে আফগানিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য দেখা গেছে, ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের ধানের শীষ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত টি. জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরের লাঙল প্রতীকে পড়েছে সাত হাজার ২২১ ভোট।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে সোমবার রাত সোয়া ৮টার দিকে এ ফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪১টি ভোটকেন্দ্রে ইভিএমর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৭০, যা মোট ভোটারের ৩৪ দশমিক ৫৫ শতাংশ।