আলোর জগত রিপোর্ট : ভারতের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বৃহস্পতিবার রাতে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
আরো পড়ুন : মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
আরো পড়ুন : নরেন্দ্র মোদিকে এরশাদের অভিনন্দন
নওশাদ বলেন, ভারতের সাধারণ নির্বাচনে জয়ের জন্য আমরা নরেন্দ্র মোদি ও বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি।
তিনি বলেন, ভারতীয়রা ভাগ্যবান কারণ তাদের কার্যকর গণতন্ত্র রয়েছে, সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়।