স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।
আরো পড়ুন : প্রথম শিরোপা জিতল বাংলাদেশ
লন্ডন থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেন।
ইতিহাস গড়া জয়ে আনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী ও আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী ক্রিকেট দলের সকলকে শুভেচ্ছা জানান। পাশাপাশি ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে জয়ের পরপরই যুক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানান।
ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো ফাইনাল জয়ে আমি দলের খেলোয়াড়, কোচ, অফিসিয়াল সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। ঐতিহাসিক এ ট্রফি জয় বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে।
এ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
উল্লেখ্য, শুক্রবার মাত্র ২৪ ওভারে ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ পায় টাইগাররা।