আন্তর্জাতিক ডেস্ক : পর্বতের দেশ পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে বলে ইউএসজিএস ও ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এ খবর জানিয়েছে। তবে, ভূমিকম্পের এ ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি ও কিংবা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল পাপুয়া নিউগিনির পূর্ব নিউ ব্রিটেনের কোকোপো শহরের ৪৮ কিলোমিটার (প্রায় ৩০ মাইল) উত্তর-পূর্বে। আর এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল)।
আরো পড়ুন : পুলিশ বাহিনীকে টার্গেট করেছে জঙ্গিরা: আইজিপি
ভূমিকম্পের পর কর্তৃপক্ষ এই অঞ্চলে সুনামির সতর্কতা ঘোষণা করেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ঐ বার্তায় জানানো হয়।
এই অঞ্চলে ভূমিকম্পের কারণে প্রায়ই বড় আকারের কম্পন দেখা যায়। টেকটনিক প্লেটের ভগ্নাংশের মধ্যে ঘর্ষণ ও প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’- এর ওপর অবস্থান করার কারণে পাপুয়া নিউগিনি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ।
গত বছর ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প দেখা যায়। ফলে সুনামির আঘাতে ৪ হাজার ৩৪০ মানুষ মারা যায়।