আরো পড়ুন : ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি
শ্বাসরূদ্ধকর ফাইনালে মাত্র ১৪৯ রান করেছিল মুম্বাই। জবাব দিতে নেমে শেন ওয়াটসনের ৮০ রান সত্ত্বেও ১ রানে হেরে গেলো চেন্নাই সুপার কিংস। ১০বারের আইপিএলে (২বার ছিল নিষিদ্ধ) আটবারই ফাইনাল খেলেছে তারা। এর মধ্যে রানারআপ হলো ৫বার। শিরোপা জিতেছে ৩বার।
এবারের আইপিএল ফাইনালে দুর্দান্ত বোলিং করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন মুম্বাইর জসপ্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন। যদিও এর মধ্যে ৪ রান হয়েছে উইকেটরক্ষক ডি ককের ভুলের কারণে। না হয় সেই রান হতো ১০। উইকেট নিয়েছেন ২টি। এ কারণে ম্যাচ সেরা বেছে নেয়া হয় তাকে।
আর কলকাতা নাইট রাইডার্স প্লে অফে উঠতে না পারলেও টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল।
এক নজরে দেখে নেয়া যাক, এবারের আইপিএলে কে কি পুরস্কার জিতেছেন-
চ্যাম্পিয়ন: মুম্বাই ইন্ডিয়ান্স (চতুর্থবার) (২০ কোটি রুপি)
রানারআপ: চেন্নাই সুপার কিংস (সাড়ে ১২ কোটি রুপি)
ম্যান অব দ্য ফাইনাল: জসপ্রিত বুমরাহ, মুম্বাই ইন্ডিয়ান্স (৫ লাখ রুপি)
ম্যান অব দ্য টুর্নামেন্ট: আন্দ্রে রাসেল, কেকেআর (১০ লাখ রুপি)
সেরা মাঠের পুরস্কার: পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। (২৫ লাখ রুপি ভাগ করে নেবে এই দুই অ্যাসোসিয়েশন)।
উদীয়মান খেলোয়াড়: শুভমান গিল, কেকেআর (১০ লাখ রুপি)
টুর্নামেন্ট ফেয়ার প্লে: সানরাইজার্স হায়দরাবাদ
মৌসুমের সেরা ক্যাচের পুরস্কার: কাইরন পোলার্ড, মুম্বাই ইন্ডিয়ান্স (১০ লাখ রুপি)
সেরা স্ট্রাইক রেটের পুরস্কার: আন্দ্রে রাসেল, কেকেআর (১০ লাখ রুপি)
অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রহকারী): ডেভিড ওয়ার্নার ৬৯২ রান, সানরাইজার্স হায়দরাবাদ (১০ লাখ রুপি)
পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারী): ইমরান তাহির ২৬ উইকেট, চেন্নাই সুপার কিংস (১০ লাখ রুপি)।
মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার: আন্দ্রে রাসেল কেকেআর (১০ লাখ রুপি)