আলোর জগত ডেস্ক : দেশে ফিরেছেন মিয়ানমারের ইয়াংগুনে বিমান দুর্ঘটনায় আহত পাইলট, কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ও চার যাত্রী। গতকাল শুক্রবার রাত ১০টা ৩১ মিনিটে আহত ১০ জনকে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত তিন যাত্রীকে রাজধানীর এপোলো হসপিটালে নেওয়া হচ্ছে। বিমানটির পাইলটকে নেওয়া হচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতালে।
এর আগে বিকেল ৪টার দিকে বিমানের বিশেষ ফ্লাইট আহতদের দেশে ফিরিয়ে আনতে মিয়ানমারের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে যায়।