আলোর জগত ডেস্ক: রাজধানীর গুলিস্তান এলাকায় কর্তব্যরত পুলিশের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাফিক পুলিশ ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন : শপথ নিলেন বিএনপির ৪ এমপি
আরো পড়ুন : তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপির এমপিদের শপথ : ফখরুল
পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস বলেন, সন্ধ্যায় গুলিস্তানের ডন প্লাজার সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন ওই পুলিশ সদস্যরা। এসময় কে বা কারা তাদের ওপর ককটেল হামলা করে পালিয়ে যায়।
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা আছে। সেটি নিয়ে আমরা কাজ করছি। তথ্য পরে দেওয়া হবে।