স্পোর্টস ডেস্ক : আইপিএলে গতকাল রবিবার ২৩২ রানের রেকর্ড গড়ে কলকাতা। টার্গেট তাড়া করতে নেমে ১৯৮ রানে থেমে যায় মুম্বাই। হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবের পরও কলকাতা নাইট রাইডার্সের রানের পাহাড় ডিঙাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে ৩৪ রানে জয় পায় কলকাতা। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে কলকাতা। আর ১৪ পয়েন্ট নিয়ে তিনে মুম্বাই।
টস হেরে ব্যাট করতে নামে কলকাতা। শুভমান গিল, ক্রিস লিন ও আন্দ্রে রাসেলের ঝড়ো ফিফটিতে মাত্র ২ উইকেটে ২৩২ রান করে তারা। জবাবে হার্দিক পান্ডিয়া ব্যাটিং তাণ্ডব চালালেও মুম্বাইয়ের জয়ে তা যথেষ্ট ছিল না। ৭ উইকেটে ১৯৮ রানে থামে তারা।
আরো পড়ুন : কৌতুক অভিনেতা আনিস আর নেই
আরো পড়ুন : শ্রীলঙ্কায় নিষিদ্ধ হলো বোরকা
ইডেন গার্ডেন্সে শুরু থেকে বোলারদের ওপর চড়াও হন গিল ও লিন। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ৫০ রান করা এই জুটি থামে ৯.৩ ওভারে। ৯৬ রানের জুটি গড়েন দুই ওপেনার।
২৭ বলে ৭ চার ও ২ ছয়ে এই মৌসুমে চতুর্থ হাফ সেঞ্চুরি করার দুই বল পরই আউট হন লিন। তার ২৯ বলে ৫৪ রানের ইনিংসে ছিল ৮ চার ও দুটি ছয়।
এরপর গিল আরেকটি দুর্দান্ত জুটি গড়েন রাসেলকে নিয়ে। দুজনে মিলে ৬২ রান যোগ করেন স্কোর বোর্ডে। ৩২ বলে চারটি চার ও দুটি ছয়ে হাফ সেঞ্চুরি করেন গিল। এই ১৯ বছর বয়সী ভারতীয় ওপেনার থামেন ৭৬ রান করে। ৪৫ বল খেলে ছয়টি চার ও চারটি ছয় মারেন তিনি।
বল হাতেও দুর্দান্ত ছিলেন রাসেল তবে দুই ওপেনারকে ছাপিয়ে ইনিংস সেরা পারফর্ম করেন রাসেল। ৩০ বলে তিন চার ও পাঁচ ছয়ে ঝড়ো হাফসেঞ্চুরি হাঁকান ক্যারিবিয়ান তারকা। কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিককে নিয়ে শেষ বল পর্যন্ত টিকে ছিলেন তিনি। তার ৪০ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসে ছিল ৬ চার ও ৮ ছয়। ১৫ রানে খেলছিলেন কার্তিক।
ব্যাট হাতে দুরন্ত রাসেল বোলিংয়েও ছিলেন বিধ্বংসী। তার আঘাতে ৫৮ রানে ৪ উইকেট হারায় মুম্বাই। এরপর হার্দিকের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন কিয়েরন পোলার্ড। তিনি ২১ রানে আউট হলে হার্দিকের সঙ্গে ক্রুনাল পান্ডিয়া লড়াই করেন।
দুই ভাইয়ের এই ঝড়ো ৬৪ রানের জুটি ভাঙে হার্দিকের বিদায়ে। মাত্র ৩৪ বলে ৬ চার ও ৯ ছয়ে ৯১ রান করেন তিনি। ক্রুনাল ইনিংসের দুই বল বাকি থাকতে ২৪ রানে আউট হন।