ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

এবারের আইপিএল হবে আরব আমিরাতে

স্পোর্টস ডেস্ক: ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাতেও অবস্থার উন্নতি হচ্ছে না। তাই স্থগিত থাকা আইপিএল বিসিসিআই দেশের মাটিতে ফাঁকা গ্যালারিতে করার পরিকল্পনা করলেও শেষপর্যন্ত পিছু হঠতে বাধ্য হল। দেশের মাটিতে নয়, সংযুক্ত আরব আমিরাতেই হবে এবারের বিশ্বকাপ।

ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। আর ফ্র্যাঞ্চাইজি কর্তারা দুবাইতে হোটেলের খোঁজ করতে শুরু করে দিয়েছেন। বিসিসিআই এবার সরকারের অনুমতির দিকে চেয়ে রয়েছে। তাছাড়া টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেটাও দেখার। তবে অক্টোবরে আইপিএল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া একটি ফ্র্যাঞ্চাইজির কর্তা জানিয়েছেন, ‘আমরা বায়ো সিকিওর বাতাবরণে প্লেয়ারদের রাখব। তাই দুবাইতে হোটেলের খোঁজ নিতে শুরু করেছি। বিদেশে পাড়ি দেওয়ার আগে আমরা দুসপ্তাহ নিজেরাই কোয়ারেন্টাইন হয়ে থাকব। তার পর টেস্ট করিয়ে দুবাই রওনা দেবে দল। প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা।’

এরই মধ্যে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের চার্টার্ড ফ্লাইটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কারণ প্রতি ফ্র্যাঞ্চাইজি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দুবাইতে পৌঁছতে চাইছে। ওখানে গিয়ে কিছুদিন কোয়ারেন্টাইনে থেকে অনুশীলনে নামবে দল। সেই সময় বিমান চলাচল স্বাভাবিক হবে কি না তা কারও জানা নেই। তা ছাড়া স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে খেয়াল রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এবারের আইপিএল হবে আরব আমিরাতে

আপডেট টাইম : ০৪:৪৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক: ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাতেও অবস্থার উন্নতি হচ্ছে না। তাই স্থগিত থাকা আইপিএল বিসিসিআই দেশের মাটিতে ফাঁকা গ্যালারিতে করার পরিকল্পনা করলেও শেষপর্যন্ত পিছু হঠতে বাধ্য হল। দেশের মাটিতে নয়, সংযুক্ত আরব আমিরাতেই হবে এবারের বিশ্বকাপ।

ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। আর ফ্র্যাঞ্চাইজি কর্তারা দুবাইতে হোটেলের খোঁজ করতে শুরু করে দিয়েছেন। বিসিসিআই এবার সরকারের অনুমতির দিকে চেয়ে রয়েছে। তাছাড়া টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেটাও দেখার। তবে অক্টোবরে আইপিএল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া একটি ফ্র্যাঞ্চাইজির কর্তা জানিয়েছেন, ‘আমরা বায়ো সিকিওর বাতাবরণে প্লেয়ারদের রাখব। তাই দুবাইতে হোটেলের খোঁজ নিতে শুরু করেছি। বিদেশে পাড়ি দেওয়ার আগে আমরা দুসপ্তাহ নিজেরাই কোয়ারেন্টাইন হয়ে থাকব। তার পর টেস্ট করিয়ে দুবাই রওনা দেবে দল। প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা।’

এরই মধ্যে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের চার্টার্ড ফ্লাইটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কারণ প্রতি ফ্র্যাঞ্চাইজি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দুবাইতে পৌঁছতে চাইছে। ওখানে গিয়ে কিছুদিন কোয়ারেন্টাইনে থেকে অনুশীলনে নামবে দল। সেই সময় বিমান চলাচল স্বাভাবিক হবে কি না তা কারও জানা নেই। তা ছাড়া স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে খেয়াল রাখতে হবে।