আলোর জগত ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সহযোগী সংগঠন কৃষক লীগে জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আজকের সম্মেলনের মধ্য দিয়ে কৃষক লীগে পরিচ্ছন্ন, স্বচ্ছ, ক্লিন ইমেজের এবং ক্লিন ভাবমূর্তির নেতৃত্ব উপহার দেওয়া হবে।
আরো পড়ুন: কৃষকদের ক্ষতি করে শিল্পায়ন করবে না সরকার: প্রধানমন্ত্রী
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বুধবার কৃষক লীগের দশম জাতীয় সম্মেলন তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টা ১০ মিনিটে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা সাংগঠনিক রিপোর্ট ও শোক প্রস্তাব তুলে ধরেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘কৃষক লীগের আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের নেত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, সেই শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে আমরা একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ, ক্লিন ইমেজের ও ক্লিন ভাবমূর্তির নেতৃত্ব বাংলাদেশের জনগণকে উপহার দেবো।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অর্জন শুধু এই দেশে নয়, সারা দুনিয়াব্যাপী সুনাম অর্জন করেছে।’
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই।