আলোর জগত ডেস্কঃ চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে তথাকথিত গোলাগুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের ডাকাত বলে দাবি করেছে র্যাব। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ছোটকুমিরা এলাকায় র্যাবের গুলিতে ওই তিনজন নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও দুইটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন: ৭ নভেম্বরের মধ্যে ড. ইউনূসকে আত্মসমর্পণের নির্দেশ
র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম তথাকথিত গোলাগুলিতে ওই তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তিনজনকে আন্তঃজেলা ডাকাত বলে দাবি করলেও র্যাব তাদের পরিচয় জানাতে পারেনি।
র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মোবাইল ম্যাসেজে জানান, ভোরে র্যাবের টহল দলের সঙ্গে ছোটকুমিরা এলাকায় আন্তঃজেলা ডাকাতদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় একটি বিদেশি পিস্তলসহ দু’টি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব।