আলোর জগত ডেস্ক : গাজীপুরের বোর্ডবাজারে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাতে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দগ্ধ ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) এর বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন : রাজধানীতে গ্যাং কালচার বলে কিছু থাকবে না: ডিএমপি কমিশনার
জানা যায়, ওই সময় হোটেলটিতে পরের দিনের জন্য খাবার তৈরীর কাজ চলছিলো। এমন সময় প্রচণ্ড শব্দে সেখানে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় । ফলে সেখানে আগুন লেগে যায়। সেখানে অবস্থান করা হোটেল কর্মচারী ও খদ্দের দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভায় । তারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।