আন্তর্জাতিক ডেস্ক : কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে গ্রেফতার হয়েছেন মরিয়ম নওয়াজ। আজ বৃহস্পতিবার জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) পাকিস্তানের পিএমএল-এন এর এই ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতার করে।
আরো পড়ুন : ডেঙ্গু পরীক্ষা করে ঢাকা ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
এনএবি সূত্র জানায়, চৌধুরী সুগার মিলসের (সিএসএম) সঙ্গে সংযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বর্তমানে জাতীয় জবাবাদিহি ব্যুরোর প্রধান কার্যালয়ে আছেন। গ্রেফতারের পর তাকে এনএবি হেফাজতে রাখা হয়েছে।
এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান জানান, আগামীকাল সকালে তাকে জাতীয় জবাবদিহি আদালতে উপস্থিত করা হবে।