আলোর জগত ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত এক কনস্টেবল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম ফারুক। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি গ্রেফতার
তিনি জানান, ফারুক বাংলাদেশ পুলিশের সদস্য। সে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিএএনএফপিইউ-১ (রোটেশন-৫) মিনাসমা, মালিতে কর্মরত ছিল।
আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ কবে ঢাকায় আনা হবে এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি পুলিশ সদরদফতর।