আলোর জগত ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হোছন নামে তালিকাভুক্ত এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। তিনি টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া এলাকায় মৃত আনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরো পড়ুন : রিফাত হত্যা : স্ত্রী মিন্নির জামিন আবেদন নামঞ্জুর
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, শনিবার হোছনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মতে রোববার ভোররাতে হোয়াইক্যং ইউপির পশ্চিম সাতঘরিয়া পাড়া সাকিরে শিয়াইল্যা ঘোনা নামক পাহাড়ের পাদদেশে ইয়াবার একটি চালান ধরতে যায় পুলিশ।
উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পুলিশের উপর গুলি চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় হোছনকে কক্সবাজারে নেয়ার পথে তিনি মারা যান।
ওসি জানান, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি, নয় রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড খালি খোসা ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত হোছন একজন অস্ত্রধারী ও তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধ মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।